৮ দফা দাবিতে শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৬:২৮:৩৭ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: আখাউড়া-সিলেট রেল সেকশনে বন্ধ সকল রেল স্টেশন চালুকরণসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ১ নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ রেলপথ অবরোধ সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকাল ১১টায় এই কর্মসূচী পালিত হয়।
৮ দফা দাবী বাস্তবায়ন আন্দোলন শমশেরনগর এর উদ্যোগে শমশেরনগর ইউনিয়ন বিএনপি সভাপতি এনামুল হক শামীমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা গোলাম রাব্বাীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, ৮ দফা দাবি বাস্তবায়ন কুলাউড়া এর আহŸায়ক সাংবাদিক আজিজুল ইসলাম, যুগ্ম আহŸায়ক আতিকুর রহমান আকই, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমীন মিল্টন, নির্মল এস পলাশ, জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: সায়েম, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন, শমশেরনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দু’টি স্পেশাল ট্রেন চালু করা, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ, এই সেকশনে ট্রেনের টিকেট কালোবাজারী রোধ, সিলেটের স্টেশন সমুহে আসন সংখ্যা বৃদ্ধি করা, যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনকরাসহ বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি ৮ দফা দ্রæত বাস্তবায়নের দাবিতে আগামী ১ নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ পর্যন্ত রেলপথ অবরোধ করা হবে।







