উইমেন্স মডেল কলেজে বিজ্ঞান উৎসব
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৬:৫৯:৪২ অপরাহ্ন

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, আলো ছড়াবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার অনুষ্ঠিত হলো উইমেন্স মডেল কলেজের বিজ্ঞান উৎসব ২০২৫। নগরীরর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে ডবিøউএমসি ক্রিয়েটিভ এন্ড কালচারাল ফোর্ট (সিসিএফ) এর আওতাধীন সায়েন্স ক্লাবের তত্বাবধানে দিনব্যাপী এই আয়োজনে ছিলো বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী, বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা।
সকাল ১১ টায় উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ইএসডি ফাউন্ডেশন চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জেএমএইচজে ফেরদৌস। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক স্কুলের প্রধান শিক্ষক আবুল হাসেম, কিডস ক্যাম্পাসের প্রিন্সিপাল হোসাইন আহমদ, স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার প্রভাষক মিনহাজ উদ্দিন, লুৎফর রহমান, এম এ সুমন ও সৈয়দা উম্মে সালমা প্রমূখ।
উৎসবে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ২৫টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করে। এর মধ্যে স্কুল শাখার ১৩টি ও কলেজ শাখার ১২টি প্রজেক্ট। স্কুল শাখার প্রজেক্টগুলোর মাঝে প্রথম স্থান অর্জন করে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রজেক্ট। দ্বিতীয় স্থান অর্জন করে সপ্তম শ্রেণির প্রজেক্ট এবং তৃতীয় স্থান অর্জন করে নবম বিজ্ঞান শাখার প্রজেক্ট। কলেজ শাখায় প্রথম স্থান অর্জন করে দ্বাদশ এ সেকশনের প্রজেক্ট। দ্বিতীয় স্থান অর্জন করে দ্বাদশ এ সেকশনের প্রজেক্ট এবং তৃতীয় স্থান অর্জন করে একাদশ এ সেকশনের প্রজেক্ট।
বিতর্ক প্রতিযোগিতায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীর জন্য আশীর্বাদ’ এই বিষয়কে কেন্দ্র করে বিতর্কে স্কুল সেকশন থেকে বিজয় অর্জন করে ‘পক্ষদল’। পক্ষদলের পক্ষে বলে, আয়শা আক্তার, সমৃদ্ধি ঘোষ ও নাজিফা আক্তার অর্পা এবং শ্রেষ্ঠ বিতার্কিকের স্থান অর্জন করে নাজিফা আক্তার অর্পা।
‘প্রযুক্তির অবাধ ব্যবহার মানবিক মূল্যবোধ অবক্ষয়ের কারণ’ এই বিষয়ে কলেজ সেকশনের শিক্ষার্থীদের বিতর্কে বিজয় লাভ করে ‘পক্ষদল’। পক্ষদলের হয়ে বিতর্ক করেছে তাহসিন আক্তার মাহি, নুসরাত জাহান নৌমি ও সাদিয়া আক্তার। সেরা বিতার্কিকের পুরস্কার অর্জন করে ‘বিপক্ষ’ দলের দলনেতা অদ্রি কর্মকার।
বিতর্কের প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উইমেন্স মডেল কলেজের প্রাক্তন শিক্ষক ও বর্তমান এমসি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক জনাব চঞ্চল রায় শুভ। কুইজ প্রতিযোগিতায় স্কুল সেকশন থেকে বিজয় লাভ করে ‘গ্রæপ-বি’। গ্রæপ-বিতে অংশগ্রহণ করে ইসরাত জাহান মুক্তা, বর্ষা সূত্রধর, মাইশা জাহান মিম ও নাজিফা জামান। কলেজ সেকশন থেকে বিজয় অর্জন করে ‘গ্রæপ-বি’। গ্রæপ বি-তে অংশগ্রহণ করে জুবাইদা বিনতে জিলানী, আফ্রিদা ইসলাম, উমামা জান্নাত ও ফাহমি তাহসিন ফিমা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ, অধ্যক্ষ মহোদয় এবং স্কুল ও কলেজ শাখার শিক্ষকমÐলীর হাত থেকে পুরস্কার গ্রহণ করে বিজয়ী শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি







