দনা সীমান্তে আবারও খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৮:২৯:০৬ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট ধনা সীমান্তে আবারও খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। রোববার সাড়ে ৪টার দিকে সীমান্তের ১৩৩৫ পিলারের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক দনা পাত্তিছড়া গ্রামের আব্দুর রহিম ওরফে সোনার চানের পুত্র শাকিল আহমদ।
জানা যায়, শাকিল দনা সীমান্তের ১৩৩৫ পিলারের নিকটবর্তী এলাকায় ভারতের সীমান্তের ভিতরে সুপারী আনতে গেলে খাসিয়ার ছোঁড়া গুলিতে আহত হয়ে দৌড়ে বাংলাদেশ সীমান্তে এসে লুটিয়ে পড়ে। পরে তার সহযোগী চোরাকারবারীরা তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ সিলেট সিওমেক হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মীম সালমান।
এ বিষয়ে দনা বিজিবি ক্যাম্পের হাবিলদার বোরহানের সাথে কথা হলে তিনি জানান, রোববার সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটেছে। সে সুপারী চুরি করতে গেলে খাসিয়াদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করে।
এর আগে গত ২৯ আগস্ট শুক্রবার দুপুর ১টার দিকে কানাইঘাট বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে চোরাচালানের মহিষ কিনে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় আন্তর্জাতিক পিলার নং ১৩৩৮-৩৯ এর মধ্যবর্তী স্থানে ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে প্রবেশ করলে হঠাৎ করে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহমান।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানিয়েছেন এসব চোরাকারবারিরা থানা পুলিশকে মাসোহারা দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ব্যবসা চালিয়ে আসছে।







