বড়লেখায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজুর সমর্থনে গণমিছিল
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৮:৪৩:৩৭ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রোববার বিকেলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফুল হক সাজুর সমর্থনে পৌরশহরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণমিছিল ও সমাবেশে বড়লেখা ও জুড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার কর্মী-সমর্থক অংশ নেন।
গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু বলেন, বিএনপির মনোনয়ন পাওয়াই তার মূল লক্ষ্য নয়, তার লক্ষ্য হচ্ছে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ধানের শীষকে বিজয়ী করা। বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা তোলে ধরা।
সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ফারুক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান তোতাব আলী, জুড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।







