ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তি
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৯:১০:২৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে চলমান সংঘাতের অবসান ঘটাতে অবশেষে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে। মালয়েশিয়ায় এই ঐতিহাসিক চুক্তির সাক্ষী ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চুক্তিতে সই করেন ট্রাম্প, থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। খবর এএফপির।
সূত্র জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের চলমান এশিয়া সফরের প্রথম দিনেই চুক্তিটি স্বাক্ষরিত হয়। সা¤প্রতিক সীমান্ত উত্তেজনা এবং সংঘাতের পর এই যুদ্ধবিরতি চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এর আগে রোববার সকালে ট্রাম্প তার এশিয়া সফর শুরু করেন মালয়েশিয়ায় পৌঁছে। দেশটিতে তিনি আসিয়ান সম্মেলনে অংশ নেবেন। এরপর সফরের পরবর্তী ধাপে তিনি যাবেন জাপান ও দক্ষিণ কোরিয়ায়।
বিশ্লেষকরা বলছেন, এই সফরের সবচেয়ে আলোচিত অধ্যায় হতে যাচ্ছে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক। দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে ওই বৈঠকে নতুন একটি চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াশিংটন ছাড়ার আগে বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি আশাবাদী- চীন এমন একটি নতুন চুক্তিতে রাজি হবে, যাতে করে আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ ঠেকানো সম্ভব হয়।






