কদমতলীতে প্রকাশ্যে এনা’র সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৯:১৫:১৫ অপরাহ্ন
সুবিদবাজারে ১৫ লাখ ছিনতাইয়ের ক্লু পায়নি পুলিশ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর সুবিদবাজার থেকে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ২০ দিনের মাথায় এবার দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টে ফিল্মি স্টাইলে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এনা পরিবহনের তিন কর্মচারীর কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা ছিনতাই করেছে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এনা পরিবহনের কদমতলী কাউন্টার থেকে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিন কর্মচারীÑ কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম, নুর মুস্তফা ও ক্যাশ কর্মকর্তা সোহেল আহমদ। তারা কদমতলীর ইয়াসিন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ৬ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা সবাই হেলমেট পরা ও হাতে ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে। অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে তারা কর্মচারীদের কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়।
এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, ছিনতাইকারীরা সবাই হেলমেট পরেছিল, তাদের হাতে লম্বা দা ছিল। আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা খুব দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই সুমন দাস বলেন, এনা পরিবহন কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আশপাশের মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশের ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সম্ভাব্য পালানোর পথগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। প্রকাশ্য দিবালোকে এইধরণের ঘটনা জনমনে নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর পরিশ্রম করছে। এমন ঘটনা পুলিশের অর্জনকে বিসর্জন করছে। এর সাথে জড়িতরা রেহাই পাবেনা।তিনি বলেন, বেশী টাকা পরিবহন করতে সংশ্লিষ্টদের পুলিশের সহায়তা নেয়া উচিত। এক্ষেত্রে সহযোগিতা করতে পুলিশ প্রস্তুত রয়েছে।
প্রসঙ্গত- চলতি মাসের ৫ অক্টোবর রোববার রাত পৌনে ১২টার দিকে সিলেট নগরীর সুবিদবাজার ফাজিলচিশত এলাকায় এসবি কমিউনিকেশনের স্বত্বাধিকারী বিজিত লাল দাসের ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে মোটরসাইকেলে গতি রোধ করে তাকে মারধর করে সঙ্গে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। পুলিশ এটি নিয়ে কাজ করলেও ঘটনার কোন ক্লু বের করতে পারেনি।






