সিলেটে বিপুল ভারতীয় চাপাতাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৯:২১:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চা পাতাসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। এসময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে চার হাজার কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়।এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনী ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছেম শনিবার বিকেল ৩টার দিকে নগরীর শ্রীরামপুর পয়েন্ট সংলগ্ন গোলাপগঞ্জ-সিলেটগামী পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা কালে একটি সাদা রঙের কাভার্ড ভ্যান তল্লাশি করে ৩ হাজার ৯৬৪ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৯২ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় আটককৃতের নাম মো. মুন্নাফ ওরফে মুন্না (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার হাদিরমোড় এলাকার মৃত মনির হোসেনের পুত্র।ঘটনার বিষয়ে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ। এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।






