ভয়াল ২৮ অক্টোবর স্মরণে কোর্ট পয়েন্টে জামায়াতের বিক্ষোভ কাল
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ৯:০০:৪৩ অপরাহ্ন
ভয়াল ২৮ শে অক্টোবর স্মরণে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর জামায়াত। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪ টায় নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশকে সফলের জন্য সর্বস্তরের জনশক্তি ও সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।
নেতৃবৃন্দ বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি হৃদয়বিদারক দিন। এ দিনে জামায়াতের নেতৃবৃন্দকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র চালানো হয়েছিল। সাপের মতো পিটিয়ে জামায়াত-শিবিরের কর্মীদের হত্যা করা হয়েছিল। আহত করা হয়েছিল শত শত মানুষকে। এই দিনটি জাতির ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিজ্ঞপ্তি






