ভোটের ৫ দিন আগে স্থগিত সিলেট চেম্বারের নির্বাচন : ব্যবসায়ী মহলে ক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৯:২৮:৪২ অপরাহ্ন
ডিসি অফিসে দু’পক্ষের হাতাহাতি

স্টাফ রিপোর্টার : প্রচারণায় শেষ পর্যায়ে এসে নির্বাচনের মাত্র ৫দিন আগে স্থগিত করা হলো সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। রোববার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়।এদিকে চেম্বারের নির্বাচন স্থগিতকে কেন্দ্র করে প্রতিদ্ব›দ্বী দুই প্যানেলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। এখানে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এবং সিলেট ব্যবসায়ী ফোরাম নেতৃবৃন্দের মধ্যে বৈঠক ছিলো।
এর আগে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। আগামী ১ নভেম্বর সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভোটের ৫ দিন আগেই নির্বাচন স্থগিত ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে প্রতিদ্ব›দ্বী দুই প্যানেল এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে- নিরঙ্কুশ বিজয়ের জোয়ার দেখে একটা পক্ষ নির্বাচন স্থগিত করিয়েছে। রবিবার বিকেল চারটায় নগরীর একটি হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন এ পরিষদের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রধান সমন্বয়ক ফাহিম আহমদ চৌধুরী অভিযোগ করেন একটা পক্ষ সিলেট চেম্বারের নির্বাচন চায় না। তাঁরা সব সময়ই বিশৃঙ্খলা করে যাচ্ছে। এরাই জেলা প্রশাসকের কাছে আবেদন দিয়ে নির্বাচন স্থগিত করিয়েছে।
এদিকে, সংবাদ সম্মেলন শেষে রোববার বিকেলে চেম্বারের প্রতিদ্ব›দ্বী দুই প্যানেল- সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম-এর নেতৃবৃন্দ সমঝোতা-বৈঠকের জন্য জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যান। কিন্তু সেখানে দুপক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয় এবং সেটি এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এসময় তাদের উপভয়পক্ষের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বিষয়টি সেখানেই মিটমাট হয়।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে সদস্যপদ পুনরায় যাচাই-বাছাই করে পুনঃতফসিলের মাধ্যমে ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে (স্মারক নম্বর: ২৬.০০.০০০০.০০০.১৫৬.৩২.০০০১.৯২.২৭১; ২৬ অক্টোবর ২০২৫)। চিঠিতে নির্বাচনের স্থগিতাদেশের কারণ স্পষ্টভাবে উল্লেখ করা না হলেও, তাতে ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, চিঠিতে বলা হয়েছে ভোটার তালিকা যাচাই-বাছাই করার কথা। মূলত তালিকায় কিছু সমস্যা নিয়ে কয়েকজন সদস্য অভিযোগ জানিয়েছিলেন। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে যে, তালিকা যাচাই-বাছাই শেষে পুনরায় তফসিল ঘোষণা করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আমিরুজ্জামান দুলুর আবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি ৩ পাতার একটি আবেদন জমা দিয়েছিলেন তিনি। যার প্রেক্ষিতে মন্ত্রণালয় রোববার নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব গোলাম আক্তার ফারুক নির্বাচন স্থগিতের সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে নির্বাচন স্থগিত করা হলো, আমরা এখনো বিষয়টি বুঝে উঠতে পারছি না। বিভিন্ন মাধ্যমে স্থগিতের বিষয়টি জেনেছি। তবে আমরা এখনো অফিসিয়াল আদেশ পাইনি। হয়তো আজকালের মধ্যে পৌঁছতে পারে।
প্রসঙ্গত- আগামী ১ নভেম্বর সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেলÑ সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরামÑ থেকে ৪২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছিলেন।






