ছাতক জাউয়াবাজারে ধানের শীষের পক্ষে মিজান চৌধুরীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৯:৫০:২৮ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, দেশে নির্বাচনের ঢামাডোল বেজে উঠেছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। শীঘ্রই আমাদের অভিভাবক তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন। তাঁর নেতৃত্বেই আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। আমরাও ধানের শীষকে বিজয়ী করে সুনামগঞ্জ-৫, ছাতক ও দোয়ারাবাজার আসনটি তারেক রহমানেক উপহার দিতে চাই। আগামী নির্বাচনে প্রমাণ হবে ছাতকের মাটি বিএনপির ঘাঁটি।
তিনি বলেন, বিএনপি উন্নয়ন ও অগ্রগতির রাজনীতিতে বিশ্বাস করে। দেশের সকল ক্রান্তিলগ্নে বিএনপি অতন্দ্র প্রহরীর ভুমিকা পাল করেছে। আমি ছাত্র জীবন থেকে এই এলাকার মাটি ও মানুষের কল্যাণে কাজ করে আসছি। আপনারাই আমাকে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করেছিলেন। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। কারণ আপনাদের কল্যাণই আমার জীবনের লক্ষ্য।
তিনি ররিবার (২৬ অক্টোবর) বিকেলে ছাতক উপজেলার জাউয়াবাজার রয়েল কনভেনশন হলে দোয়া মাহফিলের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে ছাতক উপজেলার জাউয়া বাজার, ভাতগাঁও, সিংচাপইড়, চরমহল্লা ও দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে বিপুল সংখ্যক জনতার অংশগ্রহণে জাউয়াবাজার এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করা হয়।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দীন, পজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান, এড আব্দুল আহাদ, হাফিজুর রহমান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কবিরুল হাসান আংগুর, আশরাফুল হক খেলন, শাহীনুল হক চৌধুরী, জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আলা উদ্দীন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আনোয়ার হোসেন সাগর, আতিকুর রহমান আতিক, কয়েছ মিয়া, দোলারাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম ছমরু মিয়া, চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক হুশিয়ার আলী, দোলারবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন ময়না, ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী আব্দুস সামাদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনসুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরা, সৈয়দ মনসুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাহেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন, মানিক মিয়া, ফয়েজ আহমদ, আবু শামীম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, আজিজুর রহমান আয়েছ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ কামাল, আলা উদ্দীন, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সুবেগ আহমদ, জাউয়াবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মিনার আহমদ আবির, জাউয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাভাপতি আসিকুর রহমান প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন জাউয়াবাজার জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ সাইদ আহমদ। বিজ্ঞপ্তি






