আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে : মিজান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ৬:২৩:২০ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, দেশে নির্বাচনের ঢামাডোল বেজে উঠেছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। শীঘ্রই আমাদের অভিভাবক তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন। তাঁর নেতৃত্বেই আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। আমরাও ধানের শীষকে বিজয়ী করে সুনামগঞ্জ-৫ আসনটি তারেক রহমানেক উপহার দিতে চাই। আগামী নির্বাচনে প্রমাণ হবে ছাতকের মাটি বিএনপির ঘাঁটি।
তিনি রোববার বিকেলে ছাতক উপজেলার জাউয়াবাজার রয়েল কনভেনশন হলে দোয়া মাহফিলের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে ছাতক উপজেলার জাউয়াবাজার, ভাতগাঁও, সিংচাপইড়, চরমহল্লা ও দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি ও যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান, এড. আব্দুল আহাদ, হাফিজুর রহমান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কবিরুল হাসান আংগুর, আশরাফুল হক খেলন, শাহীনুল হক চৌধুরী, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আলা উদ্দীন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আনোয়ার হোসেন সাগর, আতিকুর রহমান আতিক, কয়েছ মিয়া প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন জাউয়াবাজার জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ সাইদ আহমদ।







