গোলাপগঞ্জে বিএনপি নেতা তামিমের উঠোন বৈঠক
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ৭:২৩:০৪ অপরাহ্ন

জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠাতে হবে। বিএনপি দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে। দেশের কিভাবে উন্নয়ন করা হবে সেটা বিএনপি ভালই জানে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ আর কখনো পিছিয়ে পড়বেনা, উন্নতি হবে।
তিনি রোববার রাতে গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ দলই টিলা গ্রামে কয়েস এর বাড়িতে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কয়েস আহমদ।
মিনহাজ উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আবদুল মতিন, রিয়াজ উদ্দিন, বদরুল, ইসলাম, আবদুল মুমিন, বাবুল মিয়া, সাহেদ আহমদ ও ইকবাল আহমদ। বৈঠকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাহাদ হুসাইন। বিজ্ঞপ্তি





