গোয়াইনঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ৭:২৯:০৭ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি : দুর্যোগপূর্ব প্রস্তুতি নিলে বিশাল ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা মেনে চলা ও এ সময়ে শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও গর্ভবতী মায়েদের বিশেষভাবে নজরে রাখতে হয়। সচেতনতার মাধ্যমে সকলের সহযোগিতায় দুর্যোগের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষার চেষ্টা করতে হবে। গোয়াইনঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশনে বক্তারা এই আহবান জানান।
সোমবার সকাল ১১ টায় উপজেলার ৪ নং লেঙ্গুড়া ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত ইউপি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন ইউপি প্রশাসক সমাজসেবা কর্মকর্তা আবু কাউছারের সভাপতিত্বে ও এফএফ সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিআইও বাধন কান্তি সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফআইভিডিবির উপজেলা সমন্বয়ক ফুজায়েল আহমদ, এসএএও নাজনিন খাঁন, এফএফ রুমা আক্তার, ইউপি সদস্য আ. রহমান, জালাল উদ্দিন, বদরুল ইসলাম ও সাহেদ আলী প্রমুখ।







