আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের অভিষেক
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ৭:২৭:৩৯ অপরাহ্ন

গুণিজনকে সম্মান করলেই সম্মান বাড়ে। যে দেশে গুণিজনদের সম্মান দেওয়া হয়না সেদেশে গুণিজন জন্মায়না। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সব সময় গুণিজনদের সম্মান করে। এই সংগঠন কোন দল বা গোষ্ঠির নয়, এটা বৃহত্তর সিলেট বিভাগের সাধারণ প্রবাসীদের সংগঠন।
সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বৃহস্পতিবার আজমান প্রদেশের উম্মুল মুমীনিন উইমেন্স এসোসিয়েশনের জাহরা হলরুমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি গীতিকবি আজাদ লালন। সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল কাইয়ূম ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান জাওয়াদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য থেকে আগত মাওলানা আব্দুল মোন্তাকিম।
স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ সিআইপি ও সাংগঠনিক সম্পাদক রুজেল তরফদার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক ক্বারী মোহাম্মদ ইব্রাহীম।
এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ইসমাইল গণি চৌধুরী, আব্দুল আলিম সিআইপি, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল ও দেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন কাচা উদ্দিন কাচা, হাবিবুর রহমান চুনু, শেখ মুহিবুর রহমান, রহমত আলী শোয়েব, নজরুল ইসলাম, আব্দুল মতিন, নজরুল ইসলাম লিটন, আব্দুল আওয়াল, আব্দুল মুকিত ও আবু সুফিয়ান উজ্জ্বল। বিজ্ঞপ্তি






