বড়লেখায় বিএনপি সভাপতির মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ৮:০৪:৫১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের মাতা কুলছুমা বেগম (৯৫) রোববার বিকেল সাড়ে পাঁচটা কাঠালতলী উত্তরভাগ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে যান। সোমবার সকাল এগারোটায় কাঠালতলী উত্তরভাগ ঈদগাহে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে মরহুমার লাশ দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের মাতার মৃত্যুতে মরহুমার রুহের মাঘফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাবেক সহসভাপতি আলাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমদ, সাধারণ সম্পাদক রহিম বক্ত মুসা, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন প্রমুখ।







