কুলাউড়ায় ট্রেন যাত্রীদের জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ৮:০৭:২৮ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অভিযান পরিচালনা করে ১৯২০ টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুল ইসলাম।
সহকারী কমিশনার (ভ‚মি) জানান ‘এনআইডি যার টিকেট তার’ বাস্তবায়নে কুলাউড়া রেলওয়ে স্টেশনে ও জয়ন্তিকা ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনের যাত্রীদের টিকেটের সাথে এনআইডির সামঞ্জস্য না পাওয়ায় ৩ জন যাত্রীকে ১৯২০ টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযানে তাকে সহযোগিতা করেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রোমান আহমদ, কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ। তিনি জানান যাত্রীদের নিজ আইডি দিয়ে টিকেট করে রেল ভ্রমণের জন্য সচেতন করার লক্ষৌ এ অভিযান অব্যাহত থাকবে।





