হবিগঞ্জ গ্যাস ফিল্ডে উৎপাদন বাড়বে ১৫ মিলিয়ন ঘনফুট
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ৮:৩৫:৫০ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত হবিগঞ্জ গ্যাস ফিল্ডের দৈনিক উৎপাদন বাড়বে ১৫ মিলিয়ন ঘনফুট। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে। এই উৎপাদন জাতীয় গ্রীডে যুক্ত হলে শিল্প কারখানার গ্যাস সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, চলতি বছরের ২ ফেব্রæয়ারি অর্ন্তবর্তী সরকারের ৫ম একনকে সভায় ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডের ৭টি ক‚প ওয়ার্কওভার’ শীর্ষক প্রকল্পটি পাস হয়। প্রকল্পের আওতায় গত শুক্রবার (২৪ অক্টোবর) থেকে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর ক‚পের কাজ শুরু হয়েছে। ক‚পটির ওয়ার্কওভার কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। সফলভাবে কাজ শেষ হলে ক‚পটি থেকে বর্তমান উৎপাদনের অতিরিক্ত আরও ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।
বিজিএফসিএল জানায়, হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা ৭টি ক‚প থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ১০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ৫ নম্বর ক‚পটি ১৯৮৮ সালে ৩ হাজার ৫২১ মিটার গভীরতায় খনন করা হয় এবং ১৯৯২ সালের ফেব্রæয়ারি থেকে এর গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।





