বড়লেখায় নিসচা’র শিক্ষার্থী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৬:১০:২১ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার দুপুরে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন। সাধারণ সম্পাদক আইনুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য মস্তফা উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, সহকারী প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস, মাওলানা আব্দুল হামিদ, হাসিব আলী, মাছুমা বেগম, চম্পা রানি দাস, সুছতা বিশ্বাস, নিসচা’র সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ চুন্নু ও দিগন্ত দাস দ্বীপ্ত প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা আজ জাতীয় জীবনের এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। এই পরিস্থিতি উত্তরণে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ চলাচল নিশ্চিত করা ও অন্যদের সচেতন করতে শিক্ষার্থীরাই হতে পারে পরিবর্তনের অগ্রদূত।







