রাজনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৬:৩৯:২৭ অপরাহ্ন

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার বিকাল ৪টায় রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজনগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারী মিছবাহুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন, ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারী কাজী দাইয়ান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জমায়াতের কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আহমদ মুহিত, রাজনগর সদর ইউনিয়নের আমীর দেলওয়ার হোসেন বাবলু, মনসুরনগর ইউনিয়নের আমীর সাইফুল ইসলাম, পাঁচগাঁও ইউনিয়নের আমীর জসিম উদ্দিন প্রমুখ।







