গোয়াইনঘাটে এড. জামানের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৬:৪২:৪০ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট-৪ আসনের মানুষের ভাগ্যের উন্নয়নে সঠিক নেতৃত্বে খোঁজে নিতে হবে। সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলকে কৃত্রিমভাবে গরীব করে রাখা হয়েছে। আমি আমার সহযোদ্ধাদের প্রতি অন্যায় অবিচার করায় পদ ছেড়েছিলাম। ২৪’শের আন্দোলনে সহকর্মীদের নিয়ে রাজপথে ছিলাম। সাংবাদিক তোরাবের লাশ পুলিশকে নিতে দেইনি। ১৮ সালে আ’লীগকে ৪৫ মিনিট সময় দিয়ে তাদের সকল অপতৎপরতা রুখে দিয়েছিলাম। ধানের শীষ নিয়ে যে-ই আসবেন আমি তার কর্মী হয়ে কাজ করবো।
গোয়াইনঘাটে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসমাবেশে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শামসুজ্জামান জামান কথাগুলো বলেন।
মঙ্গলবার বেলা ৩ টায় গোয়াইনঘাট শহীদ মিনারের উন্মুক্ত মঞ্চে ‘৩১ দফাই মুক্তির সনদ’ জাতীয়তাবাদী দল সিলেট-৪ এর ব্যানারে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক সেচ্চাসেবকদলের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ইসলাম আলী ও মাহতাব উদ্দিনের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আফছার উদ্দিন। বক্তব্য রাখেন ইউপি সদস্য ফারুক আহমদ।





