লিডিং ইউনিভার্সিটির ড্রাইভার শেড উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৬:৫৬:৫০ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটির পরিবহন সেক্টরের ড্রাইভারদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস পার্কিংয়ের পাশে নবনির্মিত ড্রাইভার শেড উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১২টায় ড্রাইভার শেড উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী। এসময় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং পরিবহন সেক্টরের কর্মকর্তা ও ড্রাহভারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভ‚ঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান। উদ্বোধন পরবর্তী দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি







