ছাতকে জামায়াতের যুব সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৬:৫৮:১৭ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা যুব ক্রীড়া বিভাগের আয়োজনে গোবিন্দগঞ্জে একটি সেন্টারে রোববার যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাতক উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল আউয়াল এর সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী। যুবনেতা নাছির উদ্দীন ও আরাফাত আহমদ রাহাতের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, সাবেক উপজেলা আমীর মাওলানা জালাল উদ্দীন, ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী, সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন ও শিবির নেতা মাসুদ আহমদ।
বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক উপজেলা সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারি আব্দুল তাহিদ, দোলারবাজার ইউনিয়ন জামায়াতের আমীর জাবেদ আহমদ, নোয়ারাই ইউনিয়ন সভাপতি হাফিজ কাওছার আলম, সৈয়দেরগাঁও ৮ নং ওয়ার্ড মেম্বার হোসাইন আহমদ লনী, নাজমুল হোসেন, ইলিয়াস আলী, গোলাম মোস্তফা রিয়াজ, আবু তাহের, আসকির আলী, আল আমিন, জিতু মুন্না, ইমরান আল হাসান, ইসলাম উদ্দিন, নিজাম উদদীন ও ইউপি সদস্য আবু সাদাত দুলাল প্রমুখ।






