মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসির মহাসম্মেলন ১ নভেম্বর
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৬:৫৯:৩২ অপরাহ্ন
মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট এর উদ্যোগে ১৪তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন আগামী ১ নভেম্বর শনিবার বিকাল ২টা হতে মধ্যরাত পর্যন্ত রেজিস্ট্রারী মাঠে অনুষ্ঠিত হবে।
তাফসিরুল কুরআন মহাসম্মেলনের পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করবেন জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ:) সিলেটের মুহতামিম মাওলানা মাসুক উদ্দিন, জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল ও জালালাবাদ ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, জামেয়া মাদানীয়া কাজিরবাজার সিলেটের মুহতামিম মাওলানা আব্দুস সোবহান, জামেয়া মাদানীয়া কাজিরবাজার সিলেটের শিক্ষাসচিব ও মুয়াজ্জিন কল্যাণ সমিতির উপদেষ্টা মাওলানা মুফতি শফিকুর রহমান, মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান।
তাফসীরুল কুরআন মহাসম্মেলন সফল করতে সর্বস্তরের মুসলমানের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা করার আহবান জানিয়েছেন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন হারিছ। বিজ্ঞপ্তি





