শাবির প্রধান ফটকে নির্মিত হবে মডেল মসজিদ
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৭:৩২:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সারাদেশে ‘৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নির্মিত হবে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। ইতোমধ্যে প্রধান ফটকের পাশে মডেল মসজিদ নির্মাণে সম্ভাব্য স্থানও পরিদর্শন করেছে মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।
সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত এই মডেল মসিজদ নির্মাণ হলে বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও প্রধান ফটকের আশপাশ এলাকার মানুষ উপকৃত হবে। নামাজ পড়ার পাশাপাশি ইসলামি জ্ঞান চর্চারও সুযোগ পাবে।
প্রকল্পের তথ্যানুযায়ী, এ মডেল মসজিদ নির্মাণে ব্যয় হবে ১৫ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা। ‘এ’ ক্যাটাগরির চার তলা বিশিষ্ট এই মডেল মসজিদের প্রতি ফ্লোরের আয়তন থাকবে ২ হাজার ৩৬০.০৯ বর্গমিটার। এটি নির্মিত হলে একসঙ্গে ১ হাজার ২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
তথ্য মতে, মডেল মসিজদে থাকছে নারী-পুরুষের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা ও প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা। এছাড়াও থাকবে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, হেফজখানা। শিশু ও গণশিক্ষার ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজ্জ যাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ও গাড়ি পার্কিং এবং ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা।
মডেল মসজিদ নির্মাণের স্থানের সম্ভাব্যতা যাচাইয়ে গত সোমবার (২৭ অক্টোবর) শাবিপ্রবির প্রধান ফটক পরিদর্শন করে ধর্ম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। মন্ত্রণালয়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শহিদুল আলম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মুহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আব্দুছ ছালাম এবং ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মোঃ সাজজাদুল হাসান।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলাম, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ জহির বিন আলম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌসী, অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, ভাইস চ্যান্সেলরের সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন প্রমুখ। পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পশ্চিম পাশে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কসংলগ্ন স্থানে মসজিদ নির্মাণের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।







