গোয়াইনঘাটে ব্যাটারীচালিত রিক্সা উল্টে মহিলা আহত
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৮:৩৫:৩৫ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে ব্যাটারীচালিত রিক্সা উল্টে এক মহিলা যাত্রী আহত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। ২৪ ঘন্টায়ও জ্ঞান ফিরেনি। আহত মহিলার নাম সালমা বেগম। তিনি আলীর গ্রামের শাহাবউদ্দিনের স্ত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পিরিজপুর সোনার হাট রাস্তার আলীর গ্রামের পাশে।
জানা যায়, সালমা বেগমী একটি ব্যাটারীচালিত রিক্সায় বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ করে দ্রতগতির রিক্সা উল্টে তিনি নীচে পড়ে মাথায় আঘাত পেয়ে নাক মুখ কান দিয়ে রক্ত বেরুতে থাকে। তাকে অজ্ঞান অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক সিলেট রেফার করেন। আহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। দরিদ্র পরিবার তার চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন। এলাকাবাসী জানান- শিশু, অদক্ষ চালক দিয়ে অটো রিক্সা চলাচলে যাত্রীরা শঙ্কাগ্রস্ত থাকলেও সংশ্লিষ্টরা উদাসীন থাকায় বাড়ছে দুর্ঘটনা।







