ওসমানীনগরে ভেজাল বিরোধী অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৮:৪৪:৫৯ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এর উদ্যোগে ভেজাল বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬টি দোকানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত তাজপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজপুর বাজারের সমগ্র গলি ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সতর্ক করেন। এসময় তাঁর সাথে পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বিভিন্ন অভিযোগে ৬টা দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারের শৃঙ্খলা রক্ষা করতে এ অভিযান অব্যাহত থাকবে।







