অনৈতিক কর্মকান্ডের অভিযোগে হোটেল রাজমনি সিলগালা
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৮:৫৪:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অসামাজিক কার্যকলাপের অভিযোগে সিলেট নগরীতে আবাসিক হোটেলে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় এবার নগরীর জিন্দাবাজারে অভিযান চালিয়ে একটি হোটেল সিলগালা করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনিতে অনৈতিক কর্মকাÐে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ ও এক নারীসহ মোট তিনজনকে আটক করে পুলিশ। এসময় হোটেলটি সিলগালা করে দেয়া হয়। মামলা দায়েরপূর্বক আটককৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অনৈতিক কার্যকলাপ বন্ধে নিয়মিত চলবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা নগরীর শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিনিয়ত সচেষ্ট। কেউ সামাজিক নিয়ম অমান্য করলে আমরা সজাগ থাকব।
এর আগে গত এক সপ্তাহে সিলেটে আরও ৪টি আবাসিক হোটেল সিলগালা করে পুলিশ। সিলগালা করা এই চারটি হোটেল হলো- সিলগালা করা হোটেলগুলো হলো- সিলেট রেস্ট হাউজ, বিলাস আবাসিক হোটেল, গ্রান্ড সাওদা হোটেল ও আল সাদী হোটেল।






