ভিপি নূরের আগমন ঘিরে ওসমানী বিমানবন্দরে বিশৃঙ্খলা
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৮:৫৬:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিপি নুরের আগমনে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এয়ারপোর্টে উপস্থিত হয়ে উচ্ছাস দেখালেও তা মুহূর্তেই রূপ নেয় বিশৃঙ্খলায়। আর এই পরিস্থিতির মাঝেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে দ্রæত গাড়িতে উঠে এয়ারপোর্ট এলাকা ত্যাগ করেন।গণঅধিকার পরিষদ (জিওপি)-এর সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে এসে অবতরণ করেন।
গণঅধিকার পরিষদ সভাপতি এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হতেই তার দলের নেতাকর্মীরা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন। এসময় ভিপি নুর কোনো কথা না বলে সরাসরি গাড়িতে উঠে বসেন, এমনকি সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি এড়িয়ে যান। এতে সিলেটের সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন। এরপর বেলা বিকেলে তিনি বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের সমাবেশে অংশ নেন।






