গোয়াইনঘাটে জমি নিয়ে সংঘর্ষ নিহত ১
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৬:০৭:৪১ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে দু’গ্রæপের সংঘর্ষে ১ জন নিহত ও নারীসহ ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ঠাকুরবাড়ি গ্রামের গোলাম মস্তফার ছেলে আল আমীন (৩০)। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সড়ে ৮ টায় উপজেলার আহারকান্দি এলাকায়।
ঘটনায় আহতরা হচ্ছেন- ঠাকুরবাড়ি গ্রামের মাহমুদ আলীর পুত্র আব্দুল মতিন, গোলাম মস্তফার ছেলে শামীম আহমদ (২৮) ও মুসলিম উদ্দিন (২৯)। তাদেরকে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একইপক্ষের আরও আহতরা হচ্ছেন- মাহমুদ আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৫০) ও আব্দুল মতিনের স্ত্রী সেলিনা বেগম (৩৫)। অপরপক্ষের আহতরা হচ্ছেন- একই গ্রামের মনোয়ার হেসেন খোকা ও তার ছেলে এবং ছিদ্দেক উল্ল্যাহ।
এলাকাবাসি সূত্রে জানা যায়, উভয় গ্রæপের মধ্যে ৮৪ পয়েন্ট জমি নিয়ে বিরোধ চলছে। কিন্তু অপরপক্ষ সকালে গিয়ে দেখেন সেখানে প্রতিপক্ষ ঘর তৈরী করছেন। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আল আমিনসহ ৪ জনকে সিলেটে প্রেরণ করা হয়। সিলেট ওসমানিতে নেয়ার পর চিকিৎসক আল আমীনকে মৃত ঘোষণা করেন।
ওসি তরিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।






