মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৬:৩৭:৫২ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বুধবার দিনব্যাপী জেলা শহরের চৌমুহনা, শমসেরনগর রোড, টিসি মার্কেট ও শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা পশ্চিম বাজারে যত্রতত্র গাড়ি পার্কিং, ভ্রাম্যমাণ দোকানপাটসহ বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে ১৭ মামলায় মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আকিব উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকীসহ সেনাবাহিনী, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।







