বড়লেখায় পদক্ষেপের ফ্রি চিকিৎসা ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৬:৪২:৫৪ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা এবং ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার হাকালুকি উচ্চ বিদ্যালয় মাঠে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখা এসব অনুষ্ঠানমালা, ফ্রি চিকিৎসা সেবা ও পুরস্কার বিতরণের আয়োজন করেছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার দুই শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান।
কর্মসূচীর সমন্বয়কারী ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার ম্যানেজার শ্রীনন্দন বর্মনের সভাপতিত্বে ও পদক্ষেপ বৈকালী স্কুলের শিক্ষক সুপতা রাণী দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মানবিক উন্নয়ন সংস্থ্যা পদক্ষেপ’র এরিয়া ম্যানেজার (সিলেট) মো.আবু হানিফ।
বিশেষ অতিথির বক্তব্য দেন হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান। বক্তব্য দেন কর্মসূচীর সহ-সমন্বয়কারী সবুজ কান্তি তালুকদার, স্বাস্থ্য কর্মকর্তা সবুজ দাস চয়ন প্রমূখ।







