বড়লেখায় জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৬:৪৪:০০ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতে ইসলামী ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার প্রতিবাদ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মঙ্গলবার আছরের নামাজের পর পৌরশহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল বাছিতের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়সল আহমদ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও ফিলিপাইনের ক্রিস্টিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বায়তুলমাল সেক্রেটারি হেলাল উদ্দিন, অফিস সেক্রেটারি মোহাম্মদ কামাল উদ্দিন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুজাহিদুল ইসলাম, রবিউল ইসলাম সুহেল, আব্দুস সামাদ, অধ্যাপক আব্দুল মুহাইমিন, জুবের আহমদ, মাওলানা আলীম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।







