সিলেটে ক্রিকেট কোচ প্রশিক্ষণ শুরু
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৭:০৩:০০ অপরাহ্ন

দীর্ঘ দেড় দশক পর আবারো সিলেট বিভাগে তিনদিনব্যাপী লেভেল-১ ক্রিকেট কোচ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বুধবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এ প্রশিক্ষণ শুরু হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর গেইম ডেভলপমেন্ট বিভাগের উদ্যোগে ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেট বিভাগে দক্ষ কোচ তৈরি করতে তিনদিনব্যাপী প্রশিক্ষণ চলবে। লেভেল-১ ক্রিকেট কোচ কোচিং কোর্স বুধবার (২৯ অক্টোবর) হতে আগামী শুক্রবার (৩১ অক্টোবর) পর্যন্ত চলবে। সিলেট বিভাগের ৩২ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশগ্রহণ করছেন। প্রথম দুই দিন প্রশিক্ষণ দিবেন বিসিবির সিনিয়র কোচ মো. সুহেল ইসলাম, তালহা জুবায়ের ও মিজানুর রহমান বাবুল। তৃতীয় ও শেষদিনে প্রশিক্ষণ দিবেন বিসিবির কোচ এডুকেটর ইমদাদুল হক, ফিল্ডিং কোচ আশিক মজুমদার ও সিনিয়র ট্রেইনার মুর্শেদ সিজার।
বিসিবি অনুমোদিত কোচ কোর্স সম্পন্নকারীরা লেভেল-১ কোচ হিসেবে স্বীকৃতি পাবেন। তারা পরবর্তীতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, একাডেমি, উপজেলা এবং অন্যান্য ক্রিকেট উন্নয়ন কার্যক্রমে কোচ হিসেবে দায়িত্ব পালনেরও সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি







