জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণ উন্নয়নের সুফল ভোগ করবে: মাওলানা লোকমান
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৭:১০:০৬ অপরাহ্ন

সিলেট-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন, আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের জনগণ কাঙ্খিত উন্নয়নের সুফল ভোগ করবে। তিনি বুধবার রাতে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা মানুষের পাশে থাকতে চাই। জনপ্রতিনিধিদেরকে জনগণের নিকট জবাবদিহিতার কালচার প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামী তাই করতে চায়। মাওলানা লোকমান বলেন, আওয়ামী ফ্যাসিবাদের হাজারো আঘাতেও জামায়াতে ইসলামীর কর্মীরা রাজপথে দাঁড়িয়ে আছে। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েও থামানো যায়নি এ দলের কর্মীদের। জুলুম নিযাতন সহ্য করেই জামায়াত আজ এই অবস্থানে এসেছে।
দাউদপুর ইউনিয়ন জামায়াতের আমীর আফতাবুল ইসলাম জবরের সভাপতিত্বে এবং সেক্রেটারী আলবাব আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন। বক্তব্য রাখেন জামায়াত নেতা আসাদুর রহমান, খিজির আহমদ, মোঃ মাজহারুল ইসলাম সুনাম, এডভোকেট সালেহ আহমদ, এজাজুর রহমান পারভেজ, আশিকুর রহমান টিপু, সেবুল আহমদ, জুনেদ আহমদ, ফয়জুল হক, বাবুল আহমদ, নজরুল ইসলাম, আজির উদ্দিন, মাস্টার আব্দুল মানিক, ডাক্তার শ্যামাল, শিপলু আহমেদ, জুমন আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি







