সাইক্লোনের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৭:১৫:৩০ অপরাহ্ন

প্রবাসীরা আমাদের বেসরকারি রাষ্ট্রদূত। দেশের ইতিহাস ঐতিহ্য বিদেশে তুলে ধরতে তারা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেন। একইভাবে যুক্তরাজ্যের কমিউনিটি নেতা ও সংস্কৃতিসেবী জমজম রশীদও প্রবাসে দেশের জন্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সাইক্লোন চায় দেশের সাথে প্রবাসীদের শিকড়ের সম্পর্ক অটুট থাকুক, সতেজ থাকুক।
সাইক্লোন কেন্দ্রীয় সাহিত্য সংসদ-এর ৩৩০ তম সাহিত্য আসরে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও সংস্কৃতিসেবী জমজম রশীদকে নিয়ে অনুষ্ঠিত সুহৃদ আড্ডায় বক্তারা এ কথা বলেন।
সোমবার সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসরকক্ষে সাইক্লোন সভাপতি মোয়াজ আফসারের সভাপতিত্বে এবং ছড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আসরে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাবেক সভাপতি ও মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল। সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় কমিটির সদস্য শামসুল বাসিত শেরো, দয়ামীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাব্বির আহমদ ও সমাজসবী আলীনূর রশীদ। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি হুসাইন হামিদ। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কবি মুহিত চৌধুরী, সাইক্লোন সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, কবি শামসীর হারুনুর রশীদ, কবি আবু আসাদ চৌধুরী, স্কলার্সহোম প্রভাষক মো.মুসতাফিজুর রহমান।
আসরে লেখা পাঠে অংশনেন কবি কামাল আহমদ, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি মকসুদ আহমদ লাল, লুৎফুর রহমান চৌধুরী, আব্দুল আজাদ চৌধুরী, হুমায়ুন আহমদ, মো.বুরহান, আবুল হাসনাত ও মাসুক মিয়া। বিজ্ঞপ্তি






