‘আমার দেখা সৌদী আরব’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৭:১৭:০৫ অপরাহ্ন

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি, ভাষা সৈনিক অধ্যক্ষ মোহাম্মদ মাসউদ খান বলেছেন, ইতিহাস-ঐতিহ্যের সম্যক ধারনা ছাড়া মানুষের দৃষ্টির ধোঁয়াশা ও অন্ধকার বিদ‚রিত করা সম্ভব নয়। লেখালিখির অধ্যবসায় ও সাহিত্যের নিয়মিত চর্চা ব্যক্তির চিন্তালোক, জীবনাচরণকে আলোকিত ও সমৃদ্ধ করে। লেখক আব্দুল হান্নান তাপাদারের আজকের প্রকাশিত ‘আমার দেখা সৌদি আরব’ বইটি দ‚র আরবের একটি দেশ ও জাতীর নানা অজানা তথ্য পাঠক সমাজের সামনে সহজে তুলে ধরতে সক্ষম হয়েছে।
লেখক আব্দুল হান্নান তাপাদার রচিত ‘আমার দেখা সৌদীআরব’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মঙ্গলবার বিকাল ৪টায় দরগাহ গেইটস্থ কেমুসাস সাহিত্য আসর কক্ষে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ আখলাক আহমেদ, শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, জামিয়া দারুল ফালাহ মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা শিব্বির আহমদ।
অনুষ্ঠান পরিচালনা করেন দারুল আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনজুরে মাওলা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রবাসী কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক মাসুদ আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, তানজিমুল উম্মাহ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাশুক আহমদ, দারুননাজাত মডেল মাদরাসার পরিচালক মাওলানা খায়রুল ইসলাম, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, জাতীয় শিশু কিশোর সংগঠন ‘অংকুর’ সিলেট শাখার পরিচালক খসরুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি






