ঘূর্ণিঝড় মোনথ’র উপকূল অতিক্রম
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৮:১৯:৫৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোনথা ভারতে আঘাত হানলেও বাংলাদেশে তেমন প্রভাব পড়েনি। মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার পর ঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপক‚ল অতিক্রম করে। বাংলাদেশের ওপর এর সরাসরি কোনো প্রভাব না পড়লেও ঝড়টি স্থলভাগে উঠে আসার সময় দেশের কিছু উপক‚লীয় অঞ্চলে বৃষ্টি হয়। সাগর বিক্ষুব্ধ থাকায় উত্তর বঙ্গোপসাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপক‚লের কাছে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়।
এদিকে ঘূর্ণিঝড় মোনথার প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ তীব্র বৃষ্টি, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ¡াসে ব্যাপক ক্ষতি হয়েছে। পাশের ওড়িশা রাজ্যের অন্তত ১৫টি জেলাতেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে পুলিশ জানায়, কোনাসীমা জেলার মাকানাগুদেম গ্রামে এক নারী নিহত হয়েছেন। প্রবল বাতাসে একটি তালগাছ ভেঙে পড়ে তার ওপর। রাজ্য সরকারের প্রাথমিক হিসাবে, ঝড়ে ৩৮ হাজার হেক্টর কৃষিজমির ফসল এবং এক লাখ ৩৮ হাজার হেক্টর উদ্যান ফসল সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়া প্রভাবিত এলাকা থেকে ৭৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ২১৯টি মেডিক্যাল ক্যাম্প চালু করা হয়েছে এবং গবাদিপশুর জন্য ৮৬৫ টন খাদ্যসামগ্রী সংরক্ষণে রাখা হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর অন্ধ্রপ্রদেশের উপক‚লীয় জেলাগুলোর জন্য রেড এলার্ট জারি করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রে প্রায় এক মিটার উচ্চতার জলোচ্ছ¡াসের আশঙ্কা থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।





