দেশে ১.১৪ শতাংশ মানুষ স্ট্রোকে আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৮:২৬:০৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: ‘বাংলাদেশে প্রায় ১.১৪ শতাংশ মানুষ স্ট্রোকে আক্রান্ত হয় এবং ৬০ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে এই হার বেড়ে দাঁড়ায় প্রায় ৩ শতাংশে। আশঙ্কাজনক বিষয় হলো- এখন অল্পবয়সি অর্থাৎ ৪০ বছরের নিচের মানুষও স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন, যার হার প্রায় ০.৪৬ শতাংশ।’বুধবার বিশ্ব স্ট্রোক দিবস উদযাপন অনুষ্ঠানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোমেন খান এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, ‘স্ট্রোকের রোগীরা যদি লক্ষণ প্রকাশের ৪.৫ ঘণ্টার মধ্যে হাসপাতালে আসতে পারেন, তবে আইভি থ্রম্বোলাইসিসের মাধ্যমে কার্যকর চিকিৎসা সম্ভব।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে তিনি বলেন, বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণ স্ট্রোক এবং স্ট্রোক-পরবর্তী অক্ষমতায় প্রায় ৩৯.৪ শতাংশ মানুষ ভোগে। স্ট্রোকের প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেন উচ্চ রক্তচাপ, ডিসলিপিডেমিয়া ও ধূমপানকে।





