কুরিয়ার সার্ভিসে বিপুল ভারতীয় জিরাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৮:৩১:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের ভেতরে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দসহ তাকে আটক করে মহানগর ডিবি পুলিশ।আটককৃতের নাম মো. ইব্রাহিম মিন্টু (৪৩)। তিনি মাদারীপুর জেলার কালকিনি থানার ছিনানঘাটা এলাকার আব্দুস সালামের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে ভারতীয় জিরা পরিবহন কালে ৫২ বস্তায় মোট ১ হাজার ৫৬০ কেজি ভারতীয় প্যাকেটজাত জিরা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৯৫ হাজার ৬০০ টাকা।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের পূর্বক আটক আসামিকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।







