শাহজালাল ইউনিভার্সিটি কলেজের বার্ষিক মিলাদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৮:৩৫:৫২ অপরাহ্ন

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, তোমরা নিয়মিত স্কুলে আসবে, পড়াশোনা করবে এবং নামাজ আদায় করবে। কখনও হতাশ হবে না। শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনবে এবং মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য প্রার্থনা করবে। কেউ যেন কোনো ক্লাসে ফেল না করো সেদিকে সবাই সচেতন থাকবে। শিক্ষকরাও শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং করবেন। আমি তোমাদের সাফল্য কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, তোমরা আমাদের চাইতে অনেক দিক থেকে এগিয়ে। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে কখনও বিশ্ববিদ্যালয় দেখিনি। আর তোমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশেই বেড়ে উঠছো। রাসূল (সা.) আমাদের সকলের শিক্ষক। আমরা দোয়া করি, তোমরা যেন তাঁর প্রকৃত উম্মত হতে পারো।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, আমাদের মানবজাতির মুক্তির দূত হলেন হযরত মুহাম্মদ (সা.)। আমরা তোমাদের জন্য দোয়া করি। তোমরা যেন জীবনের সকল ক্ষেত্রে সফল হও এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারো।
মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব লাইফ সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া ও শাহপরান হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন ও মিলাদ মাহফিল শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি







