ডিসেম্বরে শাকসু নির্বাচন
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৮:৩৪:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর মাসে। দিনক্ষণ চূড়ান্ত করা না হলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
ক্যাম্পাস সূত্র জানায়, গত সোমবার (২৭ অক্টোবর) ১৩ সদস্যের শাকসুর নির্বাচন কমিশন গঠন করে প্রশাসন। কমিশন গঠন করার পর গতকাল বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনের সদস্যরা। সাক্ষাৎকালে ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে গুরুত্বরোপ করেন এবং শাকসু নির্বাচন দ্রæত করার তাগিদ দেন। সাক্ষাৎকালে ভিসি পুনঃপ্রণীত শাকসুর প্রবিধিটি নির্বাচন কমিশনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের প্রতিটি পর্যায়ে নির্বাচন কমিশনকে সকল ধরণের সহযোগিতা প্রদান করবে। ভিসি স্বচ্ছতা, সততা ও নির্ভয়ে নির্বাচন সম্পন্ন করে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে উৎসাহিত করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন ও রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির প্রমুখ। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, অধ্যাপক ইফতেখার রহমান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া। তবে পরীক্ষা সংক্রান্ত কাজে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে অবস্থান করায় অপর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করতে পারেননি।
ক্যাম্পাস সূত্র জানায়, শাকসুর নির্বাচন কমিশনের প্রথম সভা আগামী রোববার (২ নভেম্বর) বিকেল ৩টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিষয়টি বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরীকে অবহিত করেন কমিশনের সদস্যরা। নির্বাচন কমিশনের প্রথম সভায় শাকসুর নির্বাচনের দিন তারিখ চূড়ান্ত করা হতে পারে। ওই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানা গেছে। সূত্র আরও জানায়, শাকসু নির্বাচন ডিসেম্বরের প্রথম সপ্তাহে করতে চায় নির্বাচন কমিশন। এ লক্ষ্যে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে শাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম জালালাবাদকে বলেন, এই মুহুর্তে কিছু বলতে পারছি না। তবে আগামী সপ্তাহে আপনারা সবকিছু জানতে পারবেন। তিনি বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর। শিক্ষার্থীরা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচিত করবেন।
এর আগে গত ১৯ অক্টোবর শাকসু নির্বাচনের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় সাধারণ শিক্ষার্থীরা। ঘোষিত সময়সীমা অনুযায়ী নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রশাসনের টনক না নড়ায় পরবর্তীতে ২২ অক্টোবর দুপুরে প্রশাসনিক ভবনের সামনে লাগাতার ধর্মঘট কর্মসূচী শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। পরে ওই দিন বিকেলে বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ২৭ অক্টোবর শাকসুর রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠনের কথা জানান। প্রো-ভিসির ঘোষণা মোতাবেক ২৭ অক্টোবর ১৩ সদস্যের শাকসু নির্বাচন কমিশন গঠন করে বিশ^বিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, শাকসু নির্বাচনের কমিশন গঠন করায় দীর্ঘ ২৮ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন। সর্বশেষ ১৯৯৭ সালে শাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়।







