শাবিতে সেরা শিক্ষক-শিক্ষার্থী অ্যাওয়ার্ড প্রদান
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৮:৪৪:৩১ অপরাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সুলতানা এন নাহার এন্ড আল বুরুজ আর রহমান ট্রাস্ট’ ২০২২ সালের সেরা শিক্ষক ও সেরা শিক্ষার্থী অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এই অ্যাওয়ার্ড প্রদান করেন।
অ্যাওয়ার্ড হলেন ‘সুলতানা এন নাহার ডিস্টিংগুইশড টিচার অব দ্যা ইয়ার-২০২২’ ক্যাটাগরিতে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর আহমেদ, ‘সুলতানা এন নাহার বেস্ট টিচার অব দ্যা ইয়ার-২০২২’ ক্যাটাগরিতে অধ্যাপক ড. শরীফ মোঃ শরাফুদ্দিন এবং ‘আল বুরুজ আর রহমান বেস্ট থিসিস প্রাইজ ইন ফিজিক্স-২০২২’ ক্যাটাগরিতে এমএস থিসিসি শিক্ষার্থী খাইরুম হক অর্থি ও অভিজিৎ চন্দ্র।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ শাহ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি







