আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে: মিজান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৯:০৭:৫০ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে পুরো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দেয়া হয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। পতিত আওয়ামী শাসনে বিধ্বস্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
তিনি বুধবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক আব্দুল মানিক মাস্টারের সভাপতিত্বে ও দোয়ারাবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক জামাল উদ্দিনের পরিচালনায় হাসপাতাল রোডে অনুষ্ঠিত কর্মীসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মীসভায় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, এইচ এম কামাল, তাইবুর রহমান, আমান উল্লাহ, আফিকুল ইসলাম, নুর আলী ইমরান, আব্দুল হক, সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজ, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তারেক হোসাইন রাজ, লয়লুছ খান, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ, বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওলিউর রহমান, বিএনপি নেতা আব্দুল মোতালেব ভুঁইয়া, জাহাঙ্গীর আলম, করম আলী, মামুন মিয়া, কমর আলী, দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক নুর আলম, আব্দুল মছব্বির, হাফিজুর রহমান, আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মনির উদ্দিন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইশাদুল হক লাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মোশাররফ মজুমদার, শুকুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হিরা, যুবদল নেতা সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক জাহিদ হাসান অনিক, তানভীর আহমদ, বেলায়েত হোসেন, রুবেল আহমদ, ইব্রাহীম আল মাসুম, আজিজুল হক সুমন, দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুর রহমান রিয়াদ, ছাত্রদল নেতা জুনায়েদ, সায়োয়ার ও রকি মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি






