জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৫ জানুয়ারী
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৫:৫৩:৩৭ অপরাহ্ন

সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২৬ সনের বার্ষিক নির্বাচন ১৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুর ২ টায় সিলেট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ছয়ফুল আলম এডভোকেট, সহকারি নির্বাচন কমিশনার মোঃ আব্দুল্লাহ আল হেলাল এডভোকেট ও মোঃ কাওছার জুবায়ের এডভোকেট এই তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির ২ নং হলের ২য় তলার লাইব্রেরি কক্ষে এবং ৩য় তলার হল রুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী আগামী ১ জানুয়ারি দুপুর ২ টা পর্যন্ত নমিনেশন ফরম জমাদানের শেষ সময় ধার্য্য করা হয়েছে এবং ঐদিন বেলা আড়াইটায় যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। ৪ জানুয়ারি দুপুর ২ টা পর্যন্ত নমিনেশন ফরম প্রত্যাহার করা যাবে এবং ৫ জানুয়ারি চ‚ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিলেট জেলা আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি







