বড়লেখায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৬:০৫:৩৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাসের শেষ কর্মদিবস ছিল বুধবার। তার অবসরগ্রহণ উপলক্ষে ওই দিন বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বড়লেখা শাখা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও পরিচালনা কমিটি তাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বড়লেখা শাখার সভাপতি প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক তোফায়েল আহমদের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিদায়ী প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস বলেন, প্রায় ১৫ বছর এই বিদ্যালয়ে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে অবসরগ্রহণ করছেন। তিনি চেষ্টা করেছেন তার পূর্ববর্তী প্রধান শিক্ষকের মতো লেখাপড়ার মান অক্ষুন্ন রাখার।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, সাবেক ব্যাংক কর্মকর্তা বাবুল চন্দ্র চন্দ, প্রধান শিক্ষক আব্দুস শাকুর, সহকারি শিক্ষক মনির উদ্দিন প্রমুখ।





