গোয়াইনঘাটের বিএনপির সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৫:৫৯:৫১ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা দাবী বাস্তবায়ন ও গণসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষে বুধবার গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিল শেষে শহীদ মিনারের উম্মুক্ত মঞ্চে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সিলেট জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর, গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনসমুহের নেতৃবৃন্দ। প্রধান অতিথি ৩১ দফার লিফলেট বিতরণ করেন।







