সোমবার সারাদিন ফার্মেসি বন্ধ
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৬:৫১:৫৫ অপরাহ্ন

আগামী ৩ নভেম্বর সোমবার সকাল-সন্ধ্যা সারাদেশে ফার্মেসি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঔষধ ব্যবসায়ীরা। বর্তমানে ১২ শতাংশ পাওয়া ঔষধ বিক্রির কমিশন ২৫ শতাংশ করার দাবিতে তারা এই কর্মসূচী পালন করবে। গত ২৭ অক্টোবর বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিষদ সভাপতি ময়নুল হক চৌধুরী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসময় জানানো হয় এর আগে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তরে তাদের দাবি নিয়ে কথা বলেন এবং সংবাদ সম্মেলনসহ নানান কর্মসূচী পালন করেন। কিন্তু কর্তৃপক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে এবার তারা এই বন্ধের ঘোষণা দিলেন। তবে সাধারণ মানুষের জীবন রক্ষাকারী ঔষধ সরবরাহের জন্য হাসপাতালের সামনের ফার্মেসিগুলো খোলা থাকবে। বিজ্ঞপ্তি







