নগরীতে ১৫ জুয়াড়ি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৮:৩৯:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর চালিবন্দর এলাকা থেকে অনলাইনে শিলং তীর জুয়া খেলার সময় ১৫জন জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর চালিবন্দর সাকিনস্থ সবজি বাজারের পেছনে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযান চালিয়ে নাসিম মিয়ার মালিকানাধীন দোকানের ভেতর অনলাইনে তীর-শিলং জুয়া খেলার সময় ১৫জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, নগরীর মাছিমপুর এলাকার বাসিন্দা মোকাদ্দেস আলীর পুত্র রাজু আহমদ (২৮), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার গ্রামের মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ ইদ্দিস আলী(৩৫), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার খইড়া গ্রামের উমেশ করের পুত্র পুলিন কর(৫২), সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামের জয়নাল আবেদিনের পুত্র মোঃ মিজান আলী (২৭), দক্ষিণ সুরমা উপজেলার জৈইনপুর শিবপুর গ্রামের মানিক মিয়ার পুত্র বাদল (৩৫), রংপুর জেলার পাঠগ্রাম উপজেলার ধর্মগ্রাম আতিয়ার মিয়ার পুত্র লাবলু হোসেন (৩০), সুনামগঞ্জ জেলার সদর উপজেলার সং ডলুরা গ্রামের হাসান আলী শিকদারের পুত্র আব্বাস উদ্দিন(২৫), সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের আব্দুল খালেকের পুত্র মোস্তাক আহমেদ (৪০), দক্ষিণ সুরমার মমিনখলা গ্রামের পুত্র আব্দুছ ছালামের পুত্র বদরুল ইসলাম (৪২), কিশোগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের মহব্বত আলীর মোঃ আল-ইসলাম (৩১), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জিবদারা গ্রামের আব্দুল মোতালিবের পুত্র সেজু রহমান(৪০), সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সারংপাশা গ্রামের মুকন্দ দাসের পুত্র মুকুল দাস(৪৪), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চত্রখোলা গ্রামের জাকির হোসেনের পুত্র লিয়াকত আহমেদ(১৮), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার শহীদ মিয়ার পুত্র মিজান আহমেদ(২৮) ও কিশোগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের মোঃ ইসরাফিলের পুত্র রবি আউয়াল (২০) প্রমুখ। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।






