জৈন্তায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু-মহিষ আটক
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৮:৪১:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জৈন্তাপুর উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা মূল্যের ৬টি ভারতীয় মহিষ ও ২টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে বিজিবির জৈন্তাপুর ও গোয়াবাড়ি বিওপির আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪টি মহিষ ও ২টি গরু আটক করা হয়। এসবের আনুমানিক সিজারমূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা। অপর দিকে গতকাল বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর বিওপির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ২টি ভারতীয় মহিষ আটক করেছে। যার আনুমানিক সিজারমূল্য ৪ লাখ টাকা। ৬টি মহিষ ও ২টি গরুর মোট বাজার মূল্য প্রায় ১৫ লাখ ৭০ হাজার টাকা বলে জানায় বিজিবি। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।






