সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৬:২৭:৪৬ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত জেলার ১২টি উপজেলায় মোট ১৮টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে নয় হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা জেলার ইতিহাসে অন্যতম বৃহৎ শিক্ষার্থী অংশগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন আয়োজন আরও বৃদ্ধি পাবে।
পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শিশির মনির, অ্যাডিশনাল ডিআইজি ইলতুৎমিশ, কেন্দ্রীয় উপদেষ্টা তারেক মনোয়ার, শিক্ষাবিদ মোমতাজুল হাসান আবেদ, বিভিন্ন উপজেলার প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং কিশোরকণ্ঠ জেলা ফোরামের উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও সাবেক-বর্তমান নেতৃবৃন্দ।
এছাড়াও, পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন এবং ভাইস চেয়ারম্যান ফারহান শাহরিয়ার ফাহিম। উল্লেখ্য, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল খুব শিগগিরই কিশোরকণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।







